নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১৩:৩০, ২৮ জুলাই ২০২১
গোপালপুরে ৩০০ মানুষের নামে মামলা, মানববন্ধনে প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র, প্রবাসী, এমনকি জেলে থাকা কয়েদিসহ অন্তত ৩ শতাধিক মানুষকে আসামি করে মামলা হয়েছে ১০টি। আধিপত্য বিস্তারের মামলায় ফেঁসে বাড়িঘর ছাড়া ছিলেন পুরো গ্রামবাসী।
সরকার বনাম মন্ডল বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এসব মামলা করা হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার (২৭ জুলাই) তিন শতাধিক মানুষের বিরুদ্ধে দায়েরকৃত ১০টি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কৈজুরি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের সাবেক স্টেশন মাস্টার হাজী আব্দুস সালাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদুল ইসলাম, পল্লী চিকিৎসক আব্দুল হাই ও পলিটেকনিক শিক্ষার্থী হাবিবুর রহমান।
এসব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর ও চর কৈজুরি গ্রামের ৩ শতাধিক মানুষের নামে একটি প্রভাবশালী মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসব মামলায় দেশের বিভিন্নস্থানে কর্মরত চিকিৎসক, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা রয়েছে।
তারা আরও বলেন, মে মাসে মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের সরকার ও মণ্ডল গোষ্ঠীর মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে স্থানীয় মণ্ডল গোষ্ঠীর লোকজন তাদের বিরুদ্ধে অন্তত ১০টি মিথ্যা মামলা দায়ের করে।
এসব মামলায় পুলিশও মামলা তদন্তে ও আসামি গ্রেফতারে মন্ডল বংশের পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ করেন বক্তারা।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন