তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট: ২২:৩৫, ২৮ জুলাই ২০২১
তারাকান্দায় বিধবা নারীকে ধর্ষণ, ৩ সপ্তাহেও গ্রেফতার হয়নি ধর্ষক

প্রতীকী ছবি
ময়মনসিংহের তারাকান্দায় বিয়ের প্রলোভনে এক সন্তানের জননী বিধবা নারী ধর্ষণের শিকার হয়েছে। ৩ সপ্তাহে গ্রেফতার হয়নি ধর্ষক।
জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের ঘিটুয়ারী গ্রামের মো. হযরত আলীর ছেলে এনামুল হক হৃদয় (৩২) পাশের বাড়ির এক সন্তানের জননী বিধবা নারীর বাড়িতে আসা যাওয়া করত। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক সৃষ্টি হয়। এনামুল হক হৃদয়কে বিয়ের কথা বললে টালবাহানা করতে থাকে।
ধর্ষণের শিকার ওই নারী জানান, গত ১৮ মে রাতে এনামুল হক হৃদয় আমার ঘরে প্রবেশ করে শারীরিক মেলামেশা করতে চায়। তাকে বিয়ের কথা বললে সে ধর্ষণ করে।
ধর্ষিতা আরও জানান, ঘটনাটি স্থানীয়দের জানিয়ে গত ৬ জুলাই ধর্ষণকারী এনামুল হক হৃদয়ের বিরুদ্ধে তারাকান্দা থানা মামলা দায়ের করেছেন তিনি।
ধর্ষিতা বিধবা নারী আক্ষেপ করে বলেন, মামলা হওয়ার তিন সপ্তাহ অতিবাহিত হলেও আজও পুলিশ ধর্ষণকারীকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ চন্দ্র পাল জানান, আসামি গ্রেপ্তার পুলিশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। উক্ত মামলার আসামি গ্রেপ্তারে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন