Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৮, ৩১ জুলাই ২০২১
আপডেট: ১৩:৫৩, ৩১ জুলাই ২০২১

চট্টগ্রামে ‘হ্যালো ছাত্রলীগ’

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় রোগী পরিবহণের জন্য অক্সিজেনের সুব্যবস্থাসহ বিনামূল্যে এম্বুলেন্স সার্ভিস 'হ্যালো ছাত্রলীগ' চালু করা হয়েছে। 

ছাত্রলীগের চট্টগ্রাম মেডিকেল কলেজ  শাখার উদ্যোগে এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীনের পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রয়োজনে এ সেবা পেতে পারেন আপনিও। সেবা পেতে কল করুন-

  • ০১৭৬৪৭৬৪০৪২
  • ০১৭২২৩৮২১৯০
  • ০১৫২১৩০২৮৪০

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় তিনজন ও উপজেলায় একজন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট ৯৬২ জনের মৃত্যু হলো। 

এই সময়ে ৭৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ। শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে চট্টগ্রামে এরইমধ্যে বিভিন্ন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। আইসিইউতে নেই স্থান। এই অবস্থায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।  

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ