Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ১ আগস্ট ২০২১
আপডেট: ১১:২৪, ১ আগস্ট ২০২১

জরুরী সেবায় নিয়োজিত থাকবে শহীদ রাজু ব্রিগেড

শরীয়তপুরে জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে কোভিড পরিস্থিতে জরুরী সেবা প্রদানের জন্য ‘শহীদ রাজু ব্রিগেড’ সর্বদা প্রস্তুত বলে জানিয়েছে জেলা ছাত্র ইউনিয়ন।

জানা যায়, বাংলাদেশে করোনা ভাইরাস আক্রমণের পর থেকেই সারাদেশের মতন বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে চালিয়ে যাচ্ছে শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়ন। জেলায় অন্য সবার আগে হ্যান্ডস্যানিটাইজার বিতরণের মধ্য দিয়ে জেলার নেতা-কর্মীরা শুরু করেছেন কোভিড-১৯ সেবা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় এবং কেন্দ্রীয় নির্দেশনায় জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৯ জুলাই) আনুষ্ঠানিক ভাবে শরীয়তপুরে যাত্রা শুরু করেছে "শহীদ রাজু ব্রিগেড"।

শহীদ রাজু ব্রিগেড যেসব সেবা দিবে তার মধ্যে অন্যতম হচ্ছে, ভ্যাক্সিন নিবন্ধন, খাদ্য সহায়তা, অসুস্থ্য রোগীর জন্য রক্তদান, শিক্ষার্থীদের জন্য এ্যানাইনমেন্ট ও বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সহায়তা। এছাড়াও করোনাকালীন অবসর সময় কাটাতে বিখ্যাত সব লেখকের বিভিন্ন বই-মুভি ঘরে ঘরে পৌঁছে দিয়ে চিত্ত-বিনোদন মূলক সহায়তা করার পরিকল্পনা তাদের রয়েছে বলে জানা গেছে।

রাজু ব্রিগেডের সেবা পাওয়া যাবে ০১৬০১ ২৬০৪৫২ ও ০১৯৯৮ ২৫৩৭৬৮ এই দুটি হটলাইন নম্বরে।

শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শহীদ রাজু ব্রিগেডের জেলা সমন্বয়ক বিকাশ মন্ডল বলেন, আমরা করোনার মহামারি থেকে মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরণের কাজ করে যাচ্ছি, তারই একটি অংশ শহীদ রাজু ব্রিগেড। রাজু বিগ্রেড সাধারণ মানুষের সব ধরণের সেবায় নিয়োজিত থাকবে।

আইনিউজ/হারুন-অর-রশিদ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ