Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ১০:৪২, ৩ আগস্ট ২০২১

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) হাসপাতালটির করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৮৮ জন ভর্তিসহ করোনার চিকিৎসা নিচ্ছেন ৫৫১ জন। এরমধ্যে আইসিইউতে আছেন ২২জন।

এদিকে জেলায় ২৪ ঘণ্টায় আরো ৩২৮ জনের করোনা শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া গতকাল সোমবার (২ আগস্ট) সারাদেশে করোনাভাইরাসের আপডেটে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু ছাড়িয়েছে ২১ হাজার। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১৫ হাজার ৯৮৯ জনকে। দেশে এখন পর্যন্ত করোনায় ২১ হাজার ১৬২ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ