Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ৪ আগস্ট ২০২১
আপডেট: ০৯:৪৯, ৪ আগস্ট ২০২১

টিকা প্রবেশ না করিয়ে সিরিঞ্জ ফেলে দেয়া সেই স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলের দেলদুয়ারে টিকা গ্রহণকারীদের শরীরে সুঁচ ঢুকালেও টিকা প্রবেশ না করিয়ে সিরিঞ্জ ফেলে দেওয়ার অভিযোগে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর গঠিত তদন্ত কমিটি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,ওই দিন যাদের শরীরে ভ্যাকসিন ছাড়াই সিরিঞ্জের সুঁচ পুশ করা হয়েছিল, তাদের খুঁজে বের করতে কাজ চলছে।

সিভিল সার্জন বলেন, ভ্যাকসিন ছাড়াই ২০ জনকে সুঁচ পুশ করার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছিল। ঘটনা তদন্ত করে কমিটি গতকাল (সোমবার, ২ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ঘটনার পরই ওই স্বাস্থ্যকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর তাকে বরখাস্ত করেছে।

ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন আরও বলেন, ওই দিন যাদের ভ্যাকসিন ছাড়াই সুঁচ পুশ করা হয়েছিল, তাদের খুঁজে বের করা একটি জটিল প্রক্রিয়া। যারা নিয়েছেন তাদের কোনো লাভ বা ক্ষতি হয়নি। তারাও জানেন না যে ভ্যাকসিন নিয়েছেন কি না। আমরা তাদের খুঁজে বের করার জন্য কাজ করছি।

এর আগে গত রোববার বেলা ১১টার দিকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে টিকা দিচ্ছিলেন সাজেদা আফরিন। এ সময় তিনি গ্রহণকারীদের শরীরে সুঁচ ঢুকালেও টিকা প্রবেশ না করিয়েই তাড়াহুড়ো করে সিরিঞ্জ ঝুড়িতে ফেলে দিচ্ছিলেন। বিষয়টি টিকাকেন্দ্রে আসা কয়েকজনের নজরে আসে। তারা আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম হোসেনকে বিষয়টি জানান। পরে ঝুড়িতে থাকা পরিত্যক্ত সিরিঞ্জগুলো বের করে সেখান থেকে ২০টি সিরিঞ্জের ভেতর তিনি টিকা দেখতে পান।....বিস্তারিত 

এ ঘটনায় টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন মো. শামীম হুসাইন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন সিভিল সার্জন। তদন্ত শেষে সোমবারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ