Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৯, ৪ আগস্ট ২০২১
আপডেট: ১৬:১০, ৪ আগস্ট ২০২১

আমভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫৫ পিস ফেন্সিডিল উদ্ধার

বরিশালের উজিরপুরে ইচলাদী টোল প্লাজায় আমভর্তি মিনি ট্রাক থেকে ৪৫৫ পিস ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৮। এসময় ওই ট্রাকের চালক মো. আফজাল ও হেলপার রঞ্জু হোসেনকে গ্রেফতার করে বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়।

বুধবার (৪ আগস্ট) সকালে তাদের বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযান পরিচালনা করেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিএডি মো. সাইফুল ইসলাম, এস আই হাবিবসহ বরিশাল র‌্যাব-৮’র  একটি চৌকস টিম। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব-৮। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসার্ট থেকে একটি আমভর্তি মিনিট্রাক বরিশাল থেকে পটুয়াখালী জেলার দিকে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে।

র‌্যাব-৮ এর একটি টিম ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় আম ভর্তি ওই মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিলহ মাদক বিক্রির ৪ হাজার টাকা, ট্রাক চালক মো. আফজাল ও গাড়ীর হেলপার রঞ্জু হোসেনকে গ্রেফতার করে। একইসাথে মাদক বহনকারী মিনি ট্রাকটি জব্দ করে বরিশাল র‌্যাব-৮ অফিসে নিয়ে যায়। গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো ন-২০-০২৯২।

পরে আসামীদের উজিরপুর মডেল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে র‌্যাবের ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আইনিউজ/রাহাদ সুমন/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ