Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২, ৪ আগস্ট ২০২১
আপডেট: ১৬:০৮, ৪ আগস্ট ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, নৌকায় করে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়। শিবগঞ্জের ইউএনও মো. সাকিব-আল-রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বরযাত্রী নিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার একটি টিনের ঘরে তারা আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ