Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৭, ৫ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৫৯, ৫ আগস্ট ২০২১

শেখ কামালের জন্মবার্ষিকীতে অসহায়দের পাশে আবাহনী সমর্থক গোষ্ঠী

বৃহস্পতিবার (৫ আগস্ট) ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী। আর গরীব ও অসহায় মানুষের মাঝে দাঁড়িয়ে দিবসটি পালন করেছে আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যকরী সংসদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে আয়েোজিত এক অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষদের সহায়তা দেয় আবাহনী সমর্থক গোষ্ঠী। এসময় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহায়তা তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, সঞ্চালনা করেন করেন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার তাহের আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড এর পরিচালক ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম ফারুক, আবাহনী সমর্থক গোষ্ঠী’র উপদেষ্টা কাজী আব্দুল হাকিম, বরকত-ই খুদা, মির্জা ফজলুল করিম বেগ, সৈয়দ বেলায়েত হোসেন বাবু এবং সিনিয়র সহ-সভাপতি এনান-এ-খুদা জুলু।

এর আগে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাত ১২ টার পর তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। সকালে বনানী কবরস্থানে শহীদ শেক কামালের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যকরী সংসদের নেতা কর্মীরা।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের নির্মম গুলিতে শহিদ হওয়ার আগে ছোট জীবনে দেশ ও দেশের মানুষের জন্য অনেক অবদান রেখেছিলেন শেখ কামাল। শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাশ করেন তিনি। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে শিক্ষার অন্যতম উৎসমুখ ছায়ানটের সেতারবাদন বিভাগের ছাত্রও ছিলেন শেখ কামাল।

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজ চেতনায় তাদের উদ্বুদ্ধকরণে মঞ্চ নাটক আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল ছিলেন প্রথম সারির সংগঠক। ‘স্পন্দন’ নামে এক শিল্পীগোষ্ঠী গড়ে তুলেছিলেন শেখ কামাল তার বন্ধু শিল্পীদের নিয়ে। এছাড়া তিনি ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। অভিনেতা হিসেবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত শেখ কামাল শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলায় প্রচণ্ড আগ্রহ রাখতেন। তিনি উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন ও আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ