Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩, ৯ আগস্ট ২০২১
আপডেট: ১৩:৩৩, ৯ আগস্ট ২০২১

২২ দিনের শিশুকে হত্যা করে আদালতে মায়ের স্বীকারোক্তি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়া গ্রামে ২২ দিনের শিশু সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়। হত্যাকারী আর কেউ নয়, শিশুর মা। হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবিকুন্নাহার (২১)। 

উপজেলার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুনের সাথে ১ বৎসর আগে বিয়ে হয় কালনীকান্দা গ্রামের আ. রশিদের মেয়ে সাবিকুন্নাহার (২১) এর সাথে. এই দম্পতিরই ২২ দিনের শিশু সাইম। আদালতে ২২ দিনের শিশু সাইমকেই বাড়ির পিছনের পুকুরে ফেলে হত্যা করেছেন বলে এই স্বীকারোক্তি দিয়েছে মা সাবিকুন্নাহার।

জানা গেছে,৬ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ১ টার সময় সাবিকুন্নাহার তাঁর শাশুরীর সাথে ঘুমিয়ে থাকা নিজের শিশু সন্তান সাইমকে বাড়ির পিছনের পুকুরে ফেলে হত্যা করে। হত্যার পড়ে একটি নাটক এর গঠনা সাজিয়ে প্রচার করে ৩ ঘটিকার সময় সাদা কাপড় পরিহিত দুজন অপরিচিত মহিলা আসিয়া তার নাম ধরে ডাক দিয়ে বলে, তোমার বাবুকে পানি খাওয়াবো, বাচ্চা দাও। পরে শিশুর মা মহিলাদেরকে বাচ্চা দিয়া দেয়। 

শিশুর মায়ের এমন বক্তব্য কাল্পনিক মনে হলে শিশুর মাকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এমতাবস্তায় বিকাল ৫ ঘটিকার সময় তাদের ঘরের পিছনের পুকুরে শিশুর মৃতদেহ পাওয়া যায়। পুলিশের কাছে এ ঘটনা সন্দেহ হয়। হুমায়ুন কবীর বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে মামলা দায়ের করে, যার নং-৮।

মামলা দায়েরের পর পুলিশী তদন্তের সময় সাবিকুন্নাহারকে ৭ আগষ্ট জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, জিজ্ঞাসাবাদে সাবেকুন্নাহার সাইমকে পুকুরের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করে। অতঃপর সাবেকুন্নাহারকে আজ ৮ আগষ্ট রোববার ৩০২/২০১/৩৪ ধারায় ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান এর আদালতে সোপর্দ করে পুলিশ।

সেখানেই ১৬৪ ধারায় নিজ ২২ দিনের শিশু সাইমকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন মা সাবিকুন্নাহার।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ