Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৫, ৯ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৫৬, ৯ আগস্ট ২০২১

কুয়াকাটা সৈকতে ভেসে এলো দুই মৃত ডলফিন

ফাইল ছবি

ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুটি মৃত ডলফিন। সোমবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সৈকতের কম্পিউটার পয়েন্ট সংলগ্ন স্থানে ডলফিন দুটি দেখতে পান ব্লু গার্ডের সদস্যরা।

ব্লু গার্ডের সদস্য ইলিয়াস জানায়, কুয়াকাটা সৈকতে দায়িত্বরত অবস্থায় মৃত্যু ডলফিন দুটি দেখতে পাই। ঊর্ধ্বতন স্যারকে জানালে বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানান। পরে তাদের নির্দেশে সৈকতে ডলফিন দুটি মাটিচাপা দেয়া হয়।

এ বিষয়ে ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, কুয়াকাটা সৈকতে (ব্লু গার্ড) টিম নিয়ে কাজ করছিলাম। হঠাৎ এক গার্ড মৃত্যু দুটি ডলফিন দেখতে পান।

তিনি বলেন, এর আগে গত ৭ আগস্ট সৈকতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছিল। ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগেও কয়েকটি মৃত ডলফিন ও তিমি এ সৈকতে ভেসে এসেছে।

তিনি আরও জানান, আজকে যে দুটি ডলফিন পাওয়া গেছে তার একটিকে ‘পরপয়েজ’ বলা হয়। অন্যটিকে ‘কুঁজো’ বা প্লামব্যাগ ডলফিন বলা হয়। এগুলোর মুখে রক্ত দেখা গেছে। ডলফিন দুটি ৫-৬ ফুট লম্বা হবে। ধারণা করা হচ্ছে, জালে আটকে বা ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ডলফিনগুলো মারা যেতে পারে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ