Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৩, ৯ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৩৯, ৯ আগস্ট ২০২১

বাপ-দাদার কবরে শ্মশানের মাটি: দাবি শামীম ওসমানের

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের কবরস্থানে মাটি দেওয়াকে কেন্দ্র করে এবার ক্ষিপ্ত হলেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান। 

সোমবার (৯ আগস্ট) বিকেলে স্থানীয় জনসাধারণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিনি সিটি কর্পোরেশনের করবস্থান পরিদর্শন শেষে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

শামীম ওসমান বলেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক, আমার বাপ দাদার কবরে শ্মশানের মাটি দেওয়া হয়েছে। যা বরদাস্ত করা যায় না।

তিনি বলেন, আমি গত ২৭ জুলাই, আলী আহমদ চুনকা চাচার স্ত্রী ও বর্তমান নারায়ণগঞ্জের মেয়র আইভীর মাতার কবর স্থান জিয়ারত করে আসি। তখন শ্মশানের সংস্কার কাজ চলছিল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কবরস্থান ও শ্মশান সংস্কারের নামে শ্মশানের মাটি দিয়ে কবরস্থান ভরাট করছে।

তিনি আরও বলেন, আমি মনে করি না এটা সিটি কর্পোরেশনের কাজ। তবে আমার শুধু একটা জিজ্ঞাসা এই কাজটা কারা করেছে? তারা একে অন্যকে দোষারোপ করছে।

এই সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদারদের ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে তিনি বলেন, ৪৮ ঘন্টার মধ্যে করবস্থান থেকে শ্মশানের মাটি না সরালে এর পরিণতি ভয়াবহ হবে।

এ সময়ে শামীম ওসমানকে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জেরা করতে দেখা গেছে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন তখন বলেন সেটা শ্মাশানের মাটি নয়, পুকুরের মাটি।

তখন শামীম ওসমানকে উত্তেজিত হতে দেখা যায়।  শামীম ওসমান তখন পাল্টা প্রশ্ন করেন, শ্মশানের ছাই কি পুকুরে পড়ে না? তারা কি তাদের ধর্মীয় কাজ পুকুরে সারে না? এর ধর্মীয় বিধান কি? তখন ইমাম ও মুয়াজ্জিনকে চুপ করে থাকতে দেখা যায়। শামীম ওসমান তখন বলেন, যে ইমাম শ্মশানের পুকুরের মাটি কবরস্থানে দেওয়ার প্রতিবাদ করে না, তার পিছনে নামায পড়া ঠিক হবে কি না ভাবতে হবে।

তিনি বলেন, আমার বাপ দাদার কবরস্থানের জায়গা খরিদ সূত্রে ক্রয় করা। এটাতে চাইলেই কেউ সংস্কার করতে পারে না। সংস্কার করতে হলে আমরা নিজেরাই নিজেদের বাপ-দাদার কবর সংস্কার করব। অন্য কাউকে তা করতে হবে না।

এই সময় তিনি দাবি করেন আমরা অসাম্প্রদায়িক চেতনায় হিন্দু-মুসলিম পাশাপাশি বসবাস করে চলি। কিন্তু তার মানে এই নয় শ্মশানের মাটি কবরস্থানে দিবো।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন কবরস্থান (মাসদাইর বড় কবরস্থান) নামে পরিচিত। এটি ১৩ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত।

অন্য সূত্রে জানা যায়, শ্মশানঘাটের পুকুরের মাটি  কবরস্থানের পাশে রাখা হয়েছে সংস্কারের জন্য। বৃষ্টির পানিতে কিছু মাটি কবরস্থানের দিকে গেছে তাতেই ক্ষেপেছেন শামীম ওসমান।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ