চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট: ১৮:১৩, ১২ আগস্ট ২০২১
করোনায় চলে গেলেন সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম

আরিফুল ইসলাম ডালিম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯ জুন ডালিম করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। ২৩ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২৭ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এইচডিওতে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে তাকে ঢাকার আসগর আলী হসপিটালে নেওয়ার উদ্দেশে রওনা হয় পরিবার।
সেখানে পৌঁছানোর আগেই অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে দুপুরে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলেসহ অসংখ্য স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দার পাড়ার ইসলাম হোসেনের ছেলে। তিনি ছোটবেলা থেকে সংবাদপত্রের কাজে সংশ্লিষ্ট ছিলেন। ১৯৯৯ সালে যশোরের গ্রামের কাগজের পত্রিকার মাধ্যমে মূলধারার গণমাধ্যমে প্রবেশ করেন।
এর পর আরটিভি, একুশে টেলিভিশন, ইটিভি, এসএ টেলিভিশন, আমার দেশ পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে যমুনা টেলিভিশন, দেশ রুপান্তর ও ইউএনবির চুয়াডাঙ্গা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আকাশ খবরের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা শাখার সহসাধারণ সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন