Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৬, ১২ আগস্ট ২০২১
আপডেট: ১০:২২, ১৩ আগস্ট ২০২১

উপজেলা পরিষদের ভবন থেকে পরে নারীর মুত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের তৃতীয় তলা থেকে পরে গিয়ে সখিনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ভবনের তৃতীয়তলা থেকে পরে তার মৃত্যু হয়।

তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। সখিনা নারায়নপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ইউসুফ সিকদারের স্ত্রী।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ও থানা সূত্রে জানা যায় যে, সখিনা বেগম ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অস্থায়ী ভাবে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের তৃতীয় তলার একটি অংশে কাজ করার সময় তিনি নিচে পরে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ হাসপাতাল থেকে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতাল এর মর্গে পাঠায়। এ ঘটনায় ভেদরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারী বলেন,উপজেলা পরিষদের ভবন থেকে পরে এক নারীর মৃত্যু হয়েছে এমন খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসিফ বলেন,ওই নারীর আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ায় কিছু দিন আগে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর তাকে নির্মাণ করে দেয়া হয়েছিল। তৃতীয় তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পরে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুটি খুবই মর্মান্তিক।

আইনিউজ/হারুন অর রশিদ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ