Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৬, ১৩ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৩৬, ১৩ আগস্ট ২০২১

রাণীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

খুলনার রুপসা উপজেলায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়িঘর ও দোকানপাঠ ভাঙচুর, সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যার প্রতিবাদ এবং সরকারি বাজেট ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে রাণীশংকৈল পৌরশহরে ঘণ্টাব্যাপী জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোটের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, হিন্দু মহাজোটের আহবায়ক দ্বিজেন চন্দ্র রায়,সদস্য সচিব  নির্মল চন্দ্র রায়সহ অনেকে।

এ সময় বক্তরা দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর নির্যাতন বাড়িঘর ভাঙচুর ও আদিবাসীসহ সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা লুটপাট এবং অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন। 

আইনিউজ/হুমায়ুন কবির/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ