Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ১৩ আগস্ট ২০২১
আপডেট: ২২:২৪, ১৩ আগস্ট ২০২১

মমেকে ৬ হাজার ৪০৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে আজ ৪৪৮টি-সহ অদ্যাবধি সর্বমোট ৬ হাজার ৪০৪টি সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মমেক হাসপাতালে আগামীকাল সরবরাহের জন্য অন্যান্য দিনের ন্যায় আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে চার জনই ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া, একজন পাবনা ও একজন নেত্রকোণার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে নয় জনের বাড়িই ময়মনসিংহে ও অন্য জনের বাড়ি গাজীপুরে।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৩৯৬ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে -বলেন ডা. মহিউদ্দিন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও-

দেশে করোনায় আক্রান্তদের ৯৮ শতাংশের শরীরেই ভয়ানক ডেল্টা ভ্যারিয়েন্ট

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ