Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১১:২০, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১২:৪৪, ১৪ আগস্ট ২০২১

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ৮ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নোয়াখালীর সুবর্ণচরে আট রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আটককৃতরা হলেন- জিগার আলম (২ৃ৫), তার স্ত্রী রোকেয়া আক্তার (২০), রামিদাসহ (২৯)। বাকি পাঁচজন শিশু।

শনিবার (১৪ আগস্ট) সকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আক্তারমিয়ারহাট এলাকা থেকে আট রোহিঙ্গাকে স্থানীয়রা আটকে রেখেছিল। পরে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে ফের ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ‘আটককৃত রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে যাচ্ছিলেন। দালাল কৌশলে রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়ন আলাউদ্দীন ঘাটে নামিয়ে দিয়ে পালিয়ে যান।’

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ