Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিনি

প্রকাশিত: ১৬:০৮, ১৮ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৪৮, ১৮ আগস্ট ২০২১

রাজধানীতে বিপুল পরিমাণ আইস ও ইয়াবাসহ আটক ৯

ক্রিস্টাল ম্যাথ বা আইস, ভয়ঙ্কর মাদক।

ক্রিস্টাল ম্যাথ বা আইস, ভয়ঙ্কর মাদক।

রাজধানীতে দুইটি পৃথক অভিযান চালিয়ে অত্যাধুনিক ও ভয়ঙ্কর মাদক আইস (ক্রিস্টাল ম্যাথ) ও ইয়াবাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা গুলশান ও মিরপুর বিভাগ।

বুধবার (১৮ আগস্ট) বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, মঙ্গলবার মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. নাজিম উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, মো. নাছির উদ্দিন, মোছা শিউলি আক্তার, মোছা. কোহিনুর বেগম, সনজিত দাস ও মো. হোসেন আলী।

এ সময় তাদের হেফাজত হতে ৫০০ গ্রাম আইস, ৬৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

একই দিনে যাত্রাবাড়ীর শনির আখড়ায় অপর এক অভিযানে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. রাশিদা বেগম ও মোছা. মৌসুমী আক্তার। এ সময় তাদের হেফাজত হতে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, উদ্ধারকৃত মাদক আইস মাদকসেবীদের নিকট ক্রিস্টাল মেথ বা ডি মেথ নামে সর্বাধিক পরিচিত। এটি একটি স্নায়ু উত্তেজক মাদক। আইস মারাত্মক উত্তেজনাকর ও গুরুতর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ একটি ব্যয়বহুল মাদক। এটি গ্রহণে হরমোন উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ