Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০০, ১৯ আগস্ট ২০২১
আপডেট: ১৮:১২, ১৯ আগস্ট ২০২১

পর্যটকদের জন্য উম্মুক্ত হয়নি সুন্দরবন

করোনা পরিস্থিতির জন্য বন্ধ রাখা সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো বৃহস্পতিবার থেকে খুললেও বন্ধ রয়েছে সুন্দরবন। তাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখার জন্য অপেক্ষায় থাকা পর্যটকদের জন্য আপাতত সুখবর নেই।

তবে পরিস্থিতি ইতিবাচক থাকলে খুব বেশিদিন হয়তো অপেক্ষা করতে হবে না দেশি-বিদেশি পর্যটকদের।

পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানানঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না মেলায় সারা দেশের মতো সুন্দরবন পযটকদের জন্য উম্মুক্ত করতে পারেননি তারা।

বন বিভাগ জানায়করোনা সংক্রমণ রোধে গেল ৩ এপ্রিল সুন্দরবনের পর্যটক প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয়ার পর গত সাড়ে চার মাসে ১১ লাখ ৬৫ হাজার টাকার রাজস্ব হারিয়েছে সুন্দরবন।

পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বনকর্মকর্তা) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেনসুন্দরবনে ভ্রমণের জন্য কোনো আদেশ এখনো আসেনিতাই পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা যাচ্ছে না। সুন্দরবনের আলাদা আদেশ আসবে তারপর এটি উন্মুক্ত হবে বলেও জানান তিনি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ