Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৬, ২০ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৩৫, ২০ আগস্ট ২০২১

কুয়াকাটায় ফের ভেসে এলো মৃত ডলফিন

ফাইল ছবি

ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন ও একটি রাজ কাঁকড়া।

শুক্রবার (২০ আগস্ট) সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৯ কিলোমিটার পূর্বে গঙ্গামতির শেষ পয়েন্ট সংলগ্ন সৈকতে এ দুটি জলজ প্রাণির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে জেলেরা কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, কুয়াকাটা সৈকতে জোয়ারের সঙ্গে ডলফিনটি ভেসে এসেছে। এটা প্রায় ৮ ফুট লম্বা হবে। ডলফিনটি নিরাপদ স্থানে মাটিচাপা দিয়ে রাখা হবে।

কুয়াকাটা সৈকতে এর আগে গত ৭ আগস্ট একটি গঙ্গা নদীর ডলফিন ও ৯ আগস্ট দুটি ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছিল।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ভেসে আসার ঘটনা আজ নতুন না। এখন অতীব জরুরি জেলেদেরকে শতভাগ প্রশিক্ষণের মাধ্যমে ডলফিন সম্পর্কে তাদের অবগত করা। যেন তারা ডলফিনের সঙ্গে বন্ধুত্ব আচরণ করতে পারে। কিছুটা হলেও ডলফিনের মৃত্যু কমে আসতে পারে।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ