Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ২১ আগস্ট ২০২১
আপডেট: ১২:১৯, ২১ আগস্ট ২০২১

রাজধানীতে অর্ধকোটি টাকার ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার

রাজধানীর বনানী ও উত্তরার অভিজাত এলাকা হতে অর্ধকোটি টাকার প্রায় আধা কেজি ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার হয়েছে সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যরা।

শনিবার (২১ আগস্ট) সকালে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উদ্ধারকৃত মাদক আইস মাদকসেবীদের নিকট ক্রিস্টাল মেথ বা ডি মেথ নামে সর্বাধিক পরিচিত। এটি একটি স্নায়ু উত্তেজক মাদক। আইস মারাত্মক উত্তেজনাকর ও গুরুতর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ একটি ব্যয়বহুল মাদক। এটি গ্রহণে হরমোন উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।

বার্তায় বলা হয়, বনানী ও উত্তরা এলাকার ক্রিস্টাল মেথ সিন্ডিকেটের প্রায় সকল সদস্যকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। যাদের অধিকাংশই উচ্চবিত্ত শ্রেণির সন্তান।

আইস সিন্ডিকেটের নেটওয়ার্কের বিষয়ে অধিদপ্তরের ৪৪১ তেজগাঁওয়ের মেট্রো কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

সেখানে শনিবার দুপুর ১২টায় আইস সিন্ডিকেট ও গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার একাধিক অভিযানে উদ্ধার হয়েছে লাখ লাখ টাকার আইস, গ্রেপ্তার হয়েছে অনেকে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ