নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১৯, ২২ আগস্ট ২০২১
‘বারবার রিমান্ডে নিয়ে পরীমনিকে হেনস্তা করা হচ্ছে’

দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির মুক্তির দাবিতে সমাবেশ করেছেন বিক্ষুব্ধ নাগরিকরা। তাদের অভিযোগ, বারবার রিমান্ডে নিয়ে পরীমনিকে হেনস্তার মুখে ফেলা হচ্ছে।
রবিবার (২২ আগস্ট) বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ নাগরিক সমাবেশ হয়। এতে 'পরীমনির জন্য ন্যায়বিচার চাই' নাগরিকরা বিক্ষোভ প্রকাশ করেন।
বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খাঁন আসাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাদেকা হালিম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক স্নিগ্ধা রেজওয়ানা।
ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সমাবেশে সংহতি জানিয়ে ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘পরীমনিকে নিয়ে যেটা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে কোনো কিছু সিদ্ধান্ত হওয়ার আগেই তাকে অপরাধী হিসেবে চিত্রিত করা হচ্ছে। আদালতের রায়ের আগে তাকে অপরাধী হিসেবে সাবস্ত করা এবং তার বিরুদ্ধে নানা ধরনের অগ্রহণযোগ্য বক্তব্য, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না।'
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘একজন মানুষ যিনি একটা অপরাধের শিকার হয়ে একসময় মামলা করেছে সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে নানাভাবে প্রশ্ন করা হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে। শেষ পর্যন্ত তাকে হেনস্থা করার দায়িত্ব রাষ্ট্র নিজের হাতেই তুলে নিছে। তার জন্য আজকে আমরা দাঁড়িয়েছি আর এটার থেকে দুঃখজনক ও বিব্রতকর কোনো ঘটনা সমাজে হতে পারে না।’
সুলতানা কামাল বলেন, ‘শিশুর বয়সী একজন নারীকে যেভাবে র্যাবের দ্বারা গ্রেপ্তার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। র্যাবের মতো একটা এলিট ফোর্স দ্বারা কারো বাড়িতে মাদক আছে কি না এটার দেখার সুযোগ আছে বলে মনে হয় না। অপরাধের সংজ্ঞায় ফেলে সন্তেহজনকভাবে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং হয়তো কিছু আলামতও পাওয়া গেছে।'
লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট শাশ্বতী বিশ্বাস বলেন, ‘আজকে যারা পরিমনির বিচার চাচ্ছেন, পরীমনির মুক্তি চাচ্ছেন না, তার প্রতি যে অন্যায় হচ্ছে সেটার প্রতিকার চাচ্ছেন না, আপনাকেও কালকে যদি সামান্য মদ খাওয়ার অভিযোগে আটক করে রাখা হয় সেটা ভালো লাগবে? আমি জানি আজকে যেসব সংবাদপত্রগুলো, যে মানুষেগুলো পরীমনির মদ খাওয়া বিষয়ে তার চরিত্র নিয়ে ট্রল করছেন প্রায় শতভাগকে যদি আজ আমি বিনা পয়সায় মদ খেতে ডাকি তারা ভিখারির মতো এসে মদ খেতে বসে যাবে।'
বাংলাদেশ ফিল্ম অ্যান্ড মিডিয়া সোসাইটির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘পরীমনিকে আটক করার জন্য কিছু নাটক মঞ্চস্থ করা হয়েছে আর র্যাব সেটাকে সুকৌশলে ডিরেকশন দিয়ে মঞ্চস্থ করিয়েছে। এদেশের একজন নারী ও নাগরিক হিসেবে তার প্রতি অন্যায় করা হয়েছে।’
সমাবেশে বক্তব্য দেন মানবাধিকার কর্মী খুশি কবির, চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গিতা, চলচ্চিত্র নির্মাতা রশিদ পলাশ, হাবিবুর রহমান হাবিব, মানবাধিকার কর্মী মুঞ্জুনন্নাহার, সংগঠক শতাব্দী ভব, ছাত্র ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক সুমাইয়া সেতু প্রমুখ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা
তালিবানি যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা
তালেবান-আফগান ইস্যুতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন