Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৯, ২২ আগস্ট ২০২১
আপডেট: ১০:০৭, ২৩ আগস্ট ২০২১

ভারত থেকে এলো সাড়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

রোববার (২২ আগস্ট) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ছয়টি ভারতীয় ট্রাক বিস্ফোরক দ্রব্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা যায়, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের (ডিজিএফ) অর্থায়নে তিন হাজার কিলোমিটার লাইন ২ডি সাইসমিক সার্ভে কার্যক্রম পরিকল্পনায় এ বিস্ফোরক ব্যবহার করা হবে। এ বিস্ফোরক দ্রব্যের আমদানিকারক মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড।

আমদানি করা বিস্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে ২১ হাজার পিস ডেটোনেটর ও ২১ হাজার পিস কো-অ্যাংকর সামগ্রী। বিস্ফোরক দ্রব্যগুলো বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে সারথী এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরক দ্রব্য বহনকারী ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি সাতটি ট্রাকে করে চট্টগ্রাম নেওয়া হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার সঙ্গে যাতে বিস্ফোরক দ্রব্যগুলো খালাস করা যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন, পরবর্তীতে গত ১৪ মার্চ ৮ ট্রাকে ১১১ মেট্রিক টন ও ৬ মার্চ ৯ ট্রাকে ১৩০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য এ বন্দর দিয়ে আমদানি করে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ