Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ২০:৫৬, ২৪ আগস্ট ২০২১

জামালপুরে স্টেশনে দুই টিকেট কালোবাজারি গ্রেফতার

জামালপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে দু’জন টিকেট কালোবাজারিকে আটক করেছে র‌্যাব-১৪। 

আটকৃতরা হলেন লিটন মিয়া (৪০) ও সুমন মিয়া (৩৫)। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকৃতরা জামালপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃত ওই দুই জন দীর্ঘদিন ধরে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিভিন্ন কৌশলে অবৈধ ভাবে টিকেট কালোবাজারি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক লিটন মিয়াকে ২ মাসের এবং সুমন মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আইনিউজ/আবু সায়েম/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ