পটুয়াখালী প্রতিনিধি
আপডেট: ১৫:৪২, ২ সেপ্টেম্বর ২০২১
কুয়াকাটায় আবারও ভেসে এলো মৃত ডলফিন

ভেসে আসা মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকতে আবার ভেসে এসেছে ১২ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টায় সৈকতের ফরেস্ট ক্যাম্প পয়েন্ট সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল।
জুয়েল জানান, ডলফিনটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কমপক্ষে তিন-চার দিন আগেই ডলফিনটির মৃত্যু হয়েছে। সৈকতে ঘুরতে এসে সকালে ডলফিনটি দেখতে পেয়ে দলের প্রধানকে খবর দেন তিনি।
স্থানীয় জেলে শাহাবুদ্দিন বলেন, ‘আজকেও একটিা ডলফিন আসছে, কয়েকদিন আগেও আসছে। একবছরে এত ডলফিন কেন মারা যায় বুঝলাম না।’
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির প্রধান রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরে যতগুলো ডলফিন ভেসে এসেছে তারমধ্য এটিই সবচেয়ে বড়। ডলফিনের মৃত্যু রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে ডলফিনগুলো।
পটুয়াখালীর উপকূলীয় বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, মৃত ডলফিনটির খবর পেয়েই রেঞ্জ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন