Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২১

জামালপুরে পানিতে ডুবে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জামালপুর জেলার সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে নুর মেহজাবীন ক্ষণা (১১) নামের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে , পৌরসভার শিমলা বাজার মহল্লার ব্যাবসায়ী ফজলুল হকের কন্যা ক্ষণা সকালে বাড়ির পার্শ্বে ফুপুর বাড়ী বেড়াতে যায়।

এদিকে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার পরিস্থিতি অবনতি হওয়ায় বাড়ীর পাশে বন্যার পানিতে কয়েজনের সাথে গোসল করতে গিয়ে ক্ষণা নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্ষণা সরিষাবাড়ী গভ: পাইলট গালস স্কুল এ্যান্ড কলেজের স্কুলের শিক্ষার্থী ছিল। পানিতে ডুবে তার এই অকাল মৃত্যুতে পরিবার ও তাঁর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আইনিউজ/আবু সায়েম/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ