ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট: ২২:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের দু`দিন পর ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

জামাল উদ্দিনের স্বজনের আহাজারি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে জামাল উদ্দিন (৪৫) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভ্যান চালক জামালউদ্দীন একই জেলার পাশ্ববর্তী হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের পাহাড়গাঁও গ্রামের মুনসুর আলীর ছেলে।
বুধবার (৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক স্থানে একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার ধান ক্ষেতের মালিক নুর ইসলাম ঐ ধানক্ষেতে স্প্রে দিতে গিয়ে মরদেহটি দেখতে পায়। তাৎক্ষণিক তিনি বিষয়টি পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে জানান। পরে পলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ তাদের হেফাজতে নেয়।
মৃতের স্ত্রী হামানুর বেগম জানান, গত সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জামাল উদ্দিন। আমরা আজ জানতে পেলাম তাঁর মরদেহ ধানক্ষেতে পাওয়া গেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন, পিবিআই এবং সিআইডির উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের পরিচয় বের করেছেন। ভ্যানচালকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন