Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৯, ৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০০:২১, ১০ সেপ্টেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শাহানারা আক্তার সাথি (১৬) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সাথি হরিপুর উপজেলার পশ্চিম তোররা গ্রামের আইনুল হকের মেয়ে। সে হরিপুর সরকারি মোসলেম উদ্দীন কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাথির নিজ বাড়িতেই ঘটনাটি ঘটে।

সাথির বাবা আইনুল বলেন, বুধবার সন্ধ্যায় খাওয়া-দাওয়া সেরে সাথি তার ঘরে শুয়ে পরে। সে তার ঘরে একাই থাকতো। গভীর রাতে সে তার ওড়না দিয়ে ঘরের স্বরের সাথে ফাঁশ লাগিয়ে ঝুলিয়ে ছিলো। সকালে ঘুম থেকে না উঠলে বাড়ির লোকজন ঘরের দরজা ভাঙলে সাথিকে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলন্ত দেখতে পায়।

বিষয়টি হরিপুর থানা পুলিশকে জানানো হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সাথির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলা হচ্ছে মর্মে জানানো হয়।

হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে এএসপি সার্কেল ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়