Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১০:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২১

মানবেন্দ্র নারায়ণ লারমার ৮২তম জন্মবার্ষিকীতে ভার্চুয়াল অনুষ্ঠান

শ্রমজীবী মানুষের প্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৮২তম জন্মবার্ষিকী বুধবার (১৫ সেপ্টেম্বর)।

বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে এই বিপ্লবীর জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় এক ভার্চুয়াল অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

এছাড়াও ভার্চুয়াল আলোচনায় অতিথি হিসেবে যুক্ত থাকবেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এমপি, বরণ্যে রাজনীতিবিদ ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মেসবাহ কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাশ গুপ্ত, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেণ প্রমুখ।

মানবেন্দ্র নারায়ণ লারমার ৮২তম জন্মবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভা সরাসরি বাংলাদেশ আদিবাসী ফোরামের ফেসবুক পেইজ থেকে সম্প্রচার করা হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ