Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতি বছরের মতো এবারও হাঁস ধরা খেলা অনুষ্ঠিত হয়েছে।

নবজাগরণ সমবায় সমিতির আয়োজনে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের জসাই পাড়া এলাকায় একটি পুকুরে এ খেলা অনুষ্ঠিত হয়।

এ ভিন্ন রকম মজার খেলায় ২০ জন যুবক অংশ নেন। আর শত শত মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে তা উপভোগ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হাঁস ধরা খেলার শুভ উদ্বোধন করেন খনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ হোসেন।

এ খেলায় অন্যান্যদের মধ্যে খনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেব আলী ও সাবেক সভাপতি আলী হোসেন, ছাত্রনেতা নয়ন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাঁস খেলা উপভোগকারি শত শত নারী- পুরুষ দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ