Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২১

হাওরে ঘুরতে গিয়ে লাশ হলেন দুই পর্যটক

নিকলী হাওর

নিকলী হাওর

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে লাশ হলেন দুই পর্যটক। নিখোঁজ হওয়ার একদিন পর দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার গুরুই ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় হাওরে ভাসমান অবস্থায় বেলা ১১টার দিকে রনি (২২) ও দুপুর দুইটার দিকে আলমগীরের (২০) মরদেহ উদ্ধার করা হয়। 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়াল বাজার গ্রামের জসিমের ছেলে। অপর দিকে আলমগীর গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের ছাইদুরের ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালের দি‌কে নিকলী বেড়িবাঁধ থেকে দুটি নৌকায় ক‌রে ৬০ জনের এক‌টি দল হাওরে ঘুরতে যান। দুপুরের পর নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকার কেওড়া বনের পাশে নদী‌তে গোসল করতে পানিতে নামেন অনেকে। এসময় অন্যরা নৌকায় উঠে এলেও ওই দুই পর্যটক নিখোঁজ হন।

খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। শনিবার দুই ঘণ্টার ব্যবধানে হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় দুই পর্যটকের মরদেহ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়