Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ৩ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:২৮, ৩ অক্টোবর ২০২১

তারাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কামারগাঁও ইউনিয়নের হরিয়াতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো উপজেলার হরিয়াতলা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে হাওয়া আক্তার (৪) ও একই উপজেলার স্বল্প গ্রামের আব্দুল হান্নানের মেয়ে লামিয়া আক্তার (৬)। তারা সম্পর্কে একে অপরের মামাতো-ফুফাতো বোন।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে লামিয়া তার মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে আসে। তারা সম্পর্কে আত্মীয় ও সমবয়সী লামিয়া এবং হাওয়া আলমগীরের বাড়িতে খেলা করছিল। সকলের অজান্তে খেলার সময় বাড়ির পাশেই একটি পুকুরে পড়ে যায়। এরপর দুপুর ১২ টার দিক থেকে তারা নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুজির পর দুপুর ১ টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। কামারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ