Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ৩ অক্টোবর ২০২১
আপডেট: ২০:৫৬, ৩ অক্টোবর ২০২১

বাবাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা দণ্ড দিয়েছেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালত। রবিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের জ্যাষ্ঠ বিচারক মো. জুলফিকার আলী খান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শাহীনুর রহমান (২৫) ২০১৭ সালের ২৪ জুলাই দেওয়ানগঞ্জের খরমা খানপাড়া এলাকায় তার নিজ বাড়িতে তার বাবা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।

মামলা সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার ক্রমাগত গুচ্ছ গ্রাম এলাকায় শাহিনুর রহমান ও তার স্ত্রী হালিমা খাতুন একত্রে এবং বাবা আবু সাঈদ একই বাড়িতে পৃথক বসবাস করতেন। ঘটনার দিন শাহিনুর রহমান তার স্ত্রীর সহায়তায় বাবা আবু সাঈদকে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে কোদাল দিয়ে মাথায় ও পেটে কুপিয়ে জখম  করে বাড়ির উঠোনে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত আবু সাঈদকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে কালী আক্তার বাদী হয়ে শাহিনুর রহমান ও তার স্ত্রী হালিমা খাতুন এর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রকাশ্যে আদালতে বিচারের জন্য বিগত ২০১৭ সালের ১৭ নভেম্বর বিজ্ঞ আদালতে দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষ মামলাটির ২৫ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শাহিনুর রহমানকে পিতা হত্যার দায়ে ৩০২ ধারার অপরাধে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নির্মল কান্তি ভদ্র ও আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট তাইজুল ইসলাম।

আইনিউজ/আবু সায়েম/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ