Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ৮ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:০৩, ৮ অক্টোবর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে টক দই দেওয়ায় সংঘর্ষ, কনের বাবা নিহত

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় এবার বিয়ের অনুষ্ঠানে ঘটেছে সংঘর্ষের ঘটনা, তুচ্ছ ব্যাপার নিয়ে। বিয়ের অনুষ্ঠানে টক দই পরিবেশন করায় বরপক্ষ হামলা করে কনেপক্ষের ওপর, আর তাতেই নিহত হতে হয় একজনকে। নিহত ব্যক্তি কনের বাবা ইকবাল হোসেন (৫০)।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গনকমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, কনের বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টায়ও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমার সঙ্গে পাশের গ্রাম বিষ্ণাউড়ির দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ের দিন ধার্য ছিল। বরযাত্রী আসতে দেরি হওয়ায় কনের বাবা তাদের খাবার আলাদা করে রাখেন। বরযাত্রী আসার পর তাদের খাবার পরিবেশন করা হয়। এসময় খাবারের টেবিলে বসা দুইজন বরযাত্রী দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিয়ে বাড়িতে থাকা মুরুব্বিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়।

ঘটনার পরদিন বুধবার  রাত ১০টার দিকে স্থানীয় বাজারে চা খেতে যান মেয়ের বাবা ইকবাল হোসেন। সেখানে পাশের গ্রামের বরপক্ষের ৫ থেকে ৭ জন যুবকের সঙ্গে একই বিষয় নিয়ে পুনরায় কথাকাটাকাটি হয় তার। এক পর্যায়ে বর পক্ষের লোকজন ইকবাল হোসেনকে মারধর করে। এতে অসুস্থ হয়ে গেলে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলঙ্গীর ভূইয়া জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে ১৭ জনকে আসামী করে ১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ