নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:২২, ১১ অক্টোবর ২০২১
পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার একটি মণ্ডপের বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চোরকোটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চোরকোটা গ্রামের বাসিন্দা পলাশ, ক্ষিতিশ মহাতো ও বুধু মাহতো।
জানা যায়, দুর্গোৎসব উপলক্ষে চোরকোটা গ্রামের পূজামণ্ডপ সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের তার টানা হয়। সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে যান ক্ষিতিশ মহাতো, বুধু মহাতো, বুজুন মহাতো ও পলাশ। এতে ঘটনাস্থলেই মারা যান বুধু মাহতো ও পলাশ। গুরুতর আহত অবস্থায় ক্ষিতিশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। আহত বুজন মহাতোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখনও এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান।
একদিনে একই গ্রামের তিনজনের প্রাণহানির ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি

























