Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ১১ অক্টোবর ২০২১

তারাকান্দায় বানিহালা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২ নং বানিহালা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১অক্টোবর) বিকেলে বানিহালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নুরুজ্জামান বকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন চৌধুরী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন বিকাশ সরকার।

ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বানিহালা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত (আসমত), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস।

এসময় আরও ছিলেন চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক, আলতাফ হোসেন খন্দকার ও আব্দুর রব সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরাফ উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য শাহ্ আলম সরকার রবিন, আনোয়ার সরকার, হান্নান চৌধুরী, সাইদুর রহমান উজ্জল ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়