Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৯, ১৮ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:৩৬, ১৮ অক্টোবর ২০২১

তারাকান্দায় শেখ রাসেলের জন্মদিনে তালের চারা রোপন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তালের চারা রোপন করা হয়।

আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় তারাকান্দা উপজেলার হল রুমে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। তারপর জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তালের চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি, আওয়ামী লীগ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি প্রদিপ চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, অফিসার ইনচার্জ তারাকান্দা থানা আবুল খায়ের, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ