জি এম ইমরান, কয়রা থেকে
আপডেট: ১৩:০৫, ২৭ অক্টোবর ২০২১
খুলনায় একই পরিবারের ৩ জনকে খুন

প্রতীকী ছবি
খুলনা জেলার কয়রা উপজেলার একই পরিবারের ৩ জনকে খুন করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) ৩ জনের মরাদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বামিয়া গ্রামের হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একমাত্র কন্যা হাবিবা খাতুন টুনির (১৩) মরাদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে, নিহতের নিজ বাড়ির পুকুর থেকে একই পরিবারের বাবা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে কয়রা থানা পুলিশ ।
জানা যায়, নিহত হাবিবুল্লাহ পেশায় দিনমজুর, বিউটি আক্তার গৃহিণী এবং হাবিবা খাতুন স্থানীয় ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী।
সার্বিক বিষয়ে, কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মহিলার গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি। তবে সুরতহাল তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনার সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) ডি সার্কেল সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার সহ আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে একই পরিবারের ৩ জনকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দূরত গ্রেপ্তারপূর্বক ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে।
উল্লেখ্য, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী ৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
সাংবাদিকদের উপর ক্ষ্যাপেছেন মির্জা ফখরুল (Video)
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিএনসিসির কার্যক্রম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন