Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ২৭ অক্টোবর ২০২১

তারাকান্দায় নিত্যপণ্যের দামে আগুন, বাজারে শীতের আগাম সবজি

আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণায় দফায় দফায় কমছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিকোচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে মাছ-মাংসসহ অন্যান্য নিত্যপণ্যের দাম কমেনি বরং বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে লিটার প্রতি ৭ টাকা। দোকানীরা বিক্রয় করছে ১৬০-১৭০ টাকা লিটার দরে।

তারাকান্দায় বিভিন্ন বাজার ঘুরে আজ বুধবার এ চিত্র দেখা গেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে পেঁয়াজের দাম ছাড়িয়ে গিয়েছিল ৮০ টাকা বা তার উপরে।

এদিকে তারাকান্দায় মৃদুমন্দ বাতাসে শীতের আমেজ দেখা দিতে শুরু করেছে। বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। এসব সবজিতেও ছড়িয়েছে উত্তাপ। ৫০ টাকার কমে মিলছেনা অনেক সবজিই। শীতের সবজিতে বেগুন বিক্রয় হচ্ছে ৫০ টাকা কেজিতে, শিম ১০০ টাকা, টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকায়, আলুর দাম ২০ টাকা থেকে ২৫ টাকা, মুখি কচু ৩০ টাকা, বরবটি ৬০ টাকা থেকে ৮০ টাকা, ১ হালি ডাটা ২০ টাকা, প্রতিপিছ লাউ বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৫০ টাকায়।

এদিকে তারাকান্দার বাজারগুলোতে বেড়েছে মাংসের দাম। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগির দাম চাওয়া হচ্ছে ৩৫০ টাকা প্রতিকেজি, লেয়ার মুরগি ২৩০ টাকা। এই দাম শীঘ্রই কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। গরু ও খাসির মাংসের কেজিপ্রতি দাম আগের সপ্তাহের মতোই যথাক্রমে ৬৫০ এবং এক হাজার টাকা।

গত সপ্তাহের দামই এখনই ধরে আছে মাছ বাজার। এক কেজি থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের রুইমাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা কেজিতে। দেড় কেজির আশপাশের বোয়াল মাছের কেজি চাওয়া হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকা। কাতল মাছ ৪০০ টাকা। এমনকি ছোট আকারের পাঙ্গাস মাছের দামও ১২০ টাকার আশপাশে।

বাজার করতে আসা একজন ক্রেতা বলেন,সয়াবিন তেলে আগুন, বাড়ছেতো বাড়ছেই। কমার নামটি নেই। তবে- শীতের সবজির দাম কেন বেশি বুঝলাম না। দেশের বেশিরভাগ অঞ্চলেই সবজি তোলা শুরু হয়ে গেছে, বাজারেও আছে। তবুও দাম কমছে না। বাজারে দোকানীদের দোকানে থরেথরে সাজানো সবজি দেখে কে বলবে সবজির যোগান কম, তারপরও কেন দাম এত বেশি বুঝিনা। দুর্মূল্যের বাজারে সংসার চালানো দায় হয়ে যাচ্ছে।

তারাকান্দা বাজারের মুরগী বিক্রেতা শহীদ মিয়া জানান, মুরগির সরবরাহ এখনো কম থাকায় দাম বেশি। সাপ্লাই কবে বাড়বে তা বলা যাচ্ছে না।

এদিকে চালের দাম বাড়ছে বলে শোনা যাচ্ছে।আটা,ডালের সাথে নিত্যদিনের অন্যান্য ভোগ্যপণ্যের দাম আগের সপ্তাহের মতই আছে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

 

নবীগঞ্জ রাজা কমপ্লেক্সে আগুন

পাটুরিয়ায় ১৭ টি ট্রাক নিয়ে হেলে পড়ে ফেরি

আমরা বিজয়ী জাতি, মাথা উঁচু করে চলব: প্রধানমন্ত্রী

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ