Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:৩৫, ৩১ অক্টোবর ২০২১

তারাকান্দায় প্রভাষকের উপর হামলা : শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চান্দপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজুল ইসলাম নাদিমের উপর হামলাকারী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মফিকুল ইসলাম উজ্জলের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। 

রোববার (৩১ অক্টোবর) দুপুরে প্রভাষকের উপর হামলাকারীর শাস্তির দাবিতে কলেজের শিক্ষার্থীরা নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের কাশীগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। 

মানববন্ধন শেষে চান্দপুর কলেজ মাঠে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজের প্রভাষক আতাউর রহমান, আব্দুল হান্নান মিন্টু, রফিকুল ইসলাম, আবু সাইদ, আব্দুল আলীম তাং, শফিকুল ইসলাম ও শিক্ষার্থী আরিফিন, রাহাত আহম্মদ, ছাব্বির হাসান, মোতাহার হোসেন, ইমন, রাকিব, রিপন প্রমুখ।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর ডিগ্রী কলেজের প্রভাষক মো. রিয়াজুল ইসলাম নাদিম কাশিগঞ্জ বাজারের আকন্দ ফার্মেসিতে বসে পত্রিকা পড়ার সময় বিসকা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মফিকুল ইসলাম উজ্জল ও তার সহযোগী রুবেল পারভেজ হামলা করে।

এ ব্যাপারে প্রভাষক রিয়াজুল ইসলাম নাদিম বাদী হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মফিকুল ইসলাম উজ্জলসহ ২ জনের বিরুদ্ধে গত শনিবার তারাকান্দা থানা লিখিত অভিযোগ দায়ের করেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, এই ঘটনার অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ