Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

আবু সায়েম মোহাম্মদ সা`-আদাত উল করীম

প্রকাশিত: ১১:৫৯, ৪ নভেম্বর ২০২১

৪০০ বস্তা সিমেন্ট নিয়ে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যোগাযোগ বন্ধ

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ব্রাহ্মণজানি বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ৪০০ বস্তা সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। বুধবার (৩ নভেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবর্তী সরিষাবাড়ী-মালিপাড়া-কাজিরপুর-মুনসুরনগর প্রধান সড়কে এই দূর্ঘটনা ঘটে।

ঘটনায় চালক এবং হেলপার গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ৫ টনের ধারণ ক্ষমতাসম্পন্ন ব্রীজটি ট্রাকে ৫ টনের বেশি সিমেন্ট লোড করায়  ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় পর থেকেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জামালপুর থেকে অতিরিক্ত সিমেন্ট বোঝাই (৪০০শত বস্তা নিয়ে) ট্রাকটি সরিষাবাড়ী উপজেলার ব্রাহ্মণজানি বাজার এলাকা দিয়ে ব্রিজের উপর আসলেই ব্রিজটি ভেঙ্গে পরে।

এই বিষয়ে জামালপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন গণমাধ্যমকে জানান, অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক যাওয়ার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। আমরা ব্রিজটি মেরামতের জন্য লোক পাঠিয়েছি, যত দ্রুত সম্ভব এটা মেরামত করা হবে।

আইনিউজ/আবু সায়েম/এসডি

চা-বাগানে নির্মাণ হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়

কমলগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা : সিসিটিভি ফুটেজ

শ্রীমঙ্গলে নারী খুন | Srimangal | Murder | Moulvibazar | Eye News

এবার সত্যি সত্যি বাজারে এলো উড়ন্ত বাইক, বিক্রি শুরু

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ