Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৩, ৯ নভেম্বর ২০২১

চকবাজারে প্লাস্টিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের এসকে টাওয়ার নামে একটি প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্স তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খান গণমাধ্যমকে জানান, বিকাল সাড়ে চারটার দিকে চকবাজারের এসকে টাওয়ার নামে একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে।

জানা যায়, চকবাজারে মিটফোর্ড রোডে ৬ তলা এসকে টাওয়ারের দ্বিতীয় তলার গুদামে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস আরও জানায়,  প্লাস্টিক কারখানাটি মিটফোর্ড হাসপাতালের পাশে। ছয়তলা ভবনের এসকে টাওয়ারের দোতলায় আগুনের সূত্রপাত। আগুন লাগার পর ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছিলো।

আইনিউজ/এসডি

 

নবীগঞ্জ রাজা কমপ্লেক্সে আগুন

পাটুরিয়ায় ১৭ টি ট্রাক নিয়ে হেলে পড়ে ফেরি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ