Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ১১ নভেম্বর ২০২১

চকরিয়ার বুনো হাতিকে গুলি করে হত্যা

বুনো হাতিকে গুলি করে হত্যা

বুনো হাতিকে গুলি করে হত্যা

কক্সবাজারের চকরিয়ার সংরক্ষিত বনাঞ্চলের ভেতর একটি বুনো হাতিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার ভোরে খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম বন বিটের হাইথারা ঘোনায় সংঘবদ্ধ দুর্বৃত্তদের দলটি মাথা লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই প্রাণ হারায় হাতিটি।

এর আগে গত শনিবার চট্টগ্রামের সাতকানিয়ায় এবং গত মঙ্গলবার শেরপুরের শ্রীবরদীতে দুটি মৃত বুনো হাতি উদ্ধার করা হয়েছিল। দুটি হাতিই বিদ্যুতায়িত হয়ে মারা পড়েছিল। ফলে চার দিনে তিনটি হাতির অপমৃত্যু হলো।

সংশ্লিষ্টদের দাবি, হাতিটির বিচরণ ছিল সংরক্ষিত বনের ভেতর। ওই সময় বুনো শূকর শিকারি দলের সামনে এসে পড়ে হাতিটি। এক পর্যায়ে শিকারির দল প্রাণে বাঁচতে হাতিটিকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় দুজনের নামে আদালতে মামলা করা হয়েছে।

হাতি হত্যার অভিযোগে বন বিভাগের টহলদল মংহ্লা মার্মা (৪২) নামের একজনকে আটক করেছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকেও গ্রেপ্তার এবং হাতি হত্যায় ব্যবহূত আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে।

খুটাখালীর পূর্ণগ্রাম বন বিট কর্মকর্তা আবুল কালাম বলেন, কক্সবাজারের চকরিয়া এবং বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকার নাম হচ্ছে হাইথারা ঘোনা। সংরক্ষিত বনাঞ্চলের ওই এলাকায় ২০২০-২১ অর্থবছরে দ্রুতবর্ধনশীল মিশ্র ফলের বাগান সৃজন করা হয়েছে, যাতে ওই বাগানে বুনো হাতি, বুনো শূকরসহ বন্য প্রাণীর খাবারের সংস্থান হয়। মঙ্গলবার ভোরে মংহ্লা মার্মা (৪২) ও অং থোয়াই চিং মার্মা (৪৫) সংরক্ষিত বনের ভেতর মিশ্র ফলের বাগান এলাকায় শূকর শিকারে অস্ত্র হাতে বের হন। ওই সময় ১২ থেকে ১৫ বছর বয়সী একটি মাদি হাতি শিকারিদের সামনে চলে আসে। তখন প্রাণে বাঁচতে তাঁরা ওই হাতির মাথা লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ