Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১০, ১২ নভেম্বর ২০২১

কালীগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বিএসএফ (ফাইল ছবি)।

বিএসএফ (ফাইল ছবি)।

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে গোড়ল ইউনিয়নের মালগড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাষানীর নাম জানা গেছে।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম জানান, রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়। এ সময় বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। গুলিতে দুইজন মারা যান। আহত হয়েছেন কয়েকজন।

বিএসএফ সদস্যরা দুইজনের লাশ নিয়ে গেছে বলে জানান চেয়ারম্যান মাহামুদুল ইসলাম।

বিষয়টি সম্পর্কে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইনিউজ/এসডি

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

তিনমাস রাতে বন্ধ থাকবে শাহজালাল এয়ারপোর্ট, বিকল্প কী?

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ