Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩, ১২ নভেম্বর ২০২১

ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভবনে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাতটার দিকে ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকায় পাঁচ তলা একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণ হয়।

নিহতরা হলেন- মায়া রানী ও মঙ্গল রানী। মায়া রাণী পরিবার নিয়ে ভবনটি লাগোয়া একটি ঘরে ভাড়া থাকতেন। তিনি পোশাক কারখানার শ্রমিক।

আহতদের মধ্যে নাছির, হোসেন, জাহিদুল, ঝুমা ও মনির নাম জানা গেছে। বাকিদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডি

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

তিনমাস রাতে বন্ধ থাকবে শাহজালাল এয়ারপোর্ট, বিকল্প কী?

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ