নিজস্ব প্রতিবেদক
দুর্ঘটনায় নিহতদের লাশ হস্তান্তর করছে না পুলিশ, স্বজনদের সড়ক অবরোধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হন। কিন্তু লাশ এখনও বুঝে পায়নি নিহতদের পরিবার। একারণে তারা এলাকাবাসীদের সঙ্গে নিয়ে শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে।
নিহতদের পরিবারের অভিযোগ, পুলিশ লাশগুলো হস্তান্তর না করে উল্টো তাদের হয়রানি করছে। দ্রুত লাশগুলো ফেরত চান পরিবারের লোকজন।
এ বিষয়ে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরত দেবার প্রক্রিয়া চলছে। দ্রুত সড়ক অবরোধ তুলে নেবার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম জানান, সড়ক অবরোধ এখন রয়েছে এবং সেখানে তিনি অবস্থান করছেন। তিনি আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ যাওয়ার পথে যে দুজন মারা গেছেন, তাদের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছিল। নিহতদের পরিবারের দাবি সড়ক দুর্ঘটনা নিয়ে তাদের কোন অভিযোগ নেই।
তাই তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরতের দাবি করে সড়ক অবরোধ করেছে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে ফেরত দেবার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও অটোরিকশায় থাকা একই পরিবারের তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও এক যাত্রী। ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনের কাছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের পশ্চিম সাপখাওয়া এলাকার অটোচালক জলিল সরকার, পশ্চিম রায়গঞ্জ এলাকার শহিদুল ইসলাম, শহিদুলের মেয়ে শিশু সুমাইয়া ও মা সুফিয়া বেগম।
আইনিউজ/এসডি
পিটুনি খেয়ে ম্যা ম্যা করে কেঁদে শামীম ওসমানের কাছে ছাত্রলীগ নেতার বিচার
তিনমাস রাতে বন্ধ থাকবে শাহজালাল এয়ারপোর্ট, বিকল্প কী?
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন