Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

 টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২২, ১২ নভেম্বর ২০২১

নতুন মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ হারালেন ৩ কিশোর

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারিয়েছেন তিন কিশোর।  

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মাটিকাটা রুহুলী গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো—উপজেলার রুহুলী গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন (১৫), একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছেলে রাকিব (১৬) ও একই এলাকার মৃত রশিদের ছেলে আসাদুল (১৬)। তারা সবাই পরিবহন শ্রমিক।

স্থানীয় বাসিন্দা বিদ্যুত খান জানান, গতকাল মকবুল হোসেন নতুন মোটরসাইকেল কেনে। সেই মোটরসাইকেল নিয়ে আজ সকালে তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়। বিভিন্ন এলাকা ঘুরে দুপুরে মাটিকাটা রুহুলী গ্রামে মোড় ঘুরতেই একটি দেয়ালে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ