Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১১:২৪, ১৩ নভেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ে ট্র্যাক্টর চালাতে গিয়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত শুক্রবার ১২ নভেম্বর মেরামত শেষে ট্রায়াল দেয়ার জন্য ট্র্যাক্টর চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে দুলাল চন্দ্র সিংহ (১৭) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন সকালে উপজেলার বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও ফিলিং স্টেশন  সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। 

দুলাল উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া মালিপাড়া গ্রামের হরজীবন সিংহের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বালিয়াঙ্গী থানা পুলিশ জানায়, সকালে ট্রাক্টর মেরামত শেষে সেটি চালিয়ে দেখার জন্য বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও পেট্রলপাম্প এলাকায় যায় দুলাল। গাড়ি ঘুরিয়ে গ্যারেজে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুলালের মরদেহ উদ্ধার করে।

 বালিয়াডাঙ্গী থানার পুলিশ উপ-পরিদর্শক আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কিশোর দুলাল স্থানীয় একটি গ্যারেজে গাড়ি মেরামত কাজ শিখছিল। কারও কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ