Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)

প্রকাশিত: ১৯:৩০, ১৭ নভেম্বর ২০২১

ডিমলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের নমিরন বেওয়া (৬৫) মহিলা ভিক্ষুকের মৃত্যু। পরিবারিক সূত্রে জানা যায়, তার স্বামী জহির উদ্দিন আজ থেকে পাঁচ বছর পূর্বে মারা যায়। তাঁর এক ছেলে ও দুই মেয়ে সন্তান আছে।

স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানরা দেখাশুনা ও ভরন পোষন না করায় নমিরন বেওয়া বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে।

প্রতিদিনের ন্যায় বুধবার (১৭ নভেম্বর)  সকাল আনুমানিক ১১ ঘটিকায় নিজ বাড়ী থেকে ডিমলা বাবুরহাট আসার পথে ভাটিয়াপাড়া চৌপথির মধ্য বাজারে রাস্তা পারাপারের সময় বন্দর খড়িবাড়ী গ্রামের নবির উদ্দিনের পুত্র অটোবাইক চালক জহুরুল ইসলাম জৌ-এর অটোবাইকের ধাক্কায় নমিরন বেওয়া পিষ্ট হন।

তাৎক্ষণিকভাবে বাজারের লোকজন অটোভ্যানে ডিমলা সদর হাসপাতালে তাঁকে নিয়ে আসেন। ডিমলা উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নমিরন বেওয়াকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষে কারোও কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/হাবিবুল হাসান হাবিব/এসডি

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ