ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ইউএনও’র ফোন নম্বর ক্লোন, চাঁদা দাবি

ইউএনও যোবায়ের হোসেন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেনের দাপ্তরিক মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে দুই চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।
গত সোমবার (১৫ নভেম্বর) এই চাঁদা দাবীর ঘটনা ঘটো। এ ধরনের ঘটনায় ইউএনও চেয়ারম্যান প্রার্থীসহ সকলকে সজাগ থাকতে বলেছেন।
জানা গেছে, উপজেলার দুওসুও ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মখলেসুর রহমান চৌধুরীকে সোমবার সকালে ফোন দিয়ে ইউএনও পরিচয়ে নির্বাচনে বিজয়ী করে দেবেন বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যদিকে, বিকেলে ভানোর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলামের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে প্রতারক চক্র।
আরও পড়ুন : টাঙ্গাইলে রেজা কিবরিয়া ও নূরের ওপর ছাত্রলীগের হামলা
দুওসুও ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মখলেসুর রহমান জানান, সোমবার সকালে ইউএনও'র সরকারি মুঠোফোন নম্বর থেকে একটি ফোন আসে। ইউএনও পরিচয়ে ১০ লাখ টাকা চাওয়া হয়।
এ বিষয়ে ইউএনও যোবায়ের হোসেন বলেন, ‘আমার মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। ঘটনাটি খুবই বিব্রতকর। চেয়ারম্যান প্রার্থীদের ডেকে এ সব বিষয়ে সতর্ক করা হয়েছে।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, বিষয়টি তারা শুনেছেন। এটি খতিয়ে দেখা হচ্ছে। লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/ হুমায়ুন কবির/এসডিপি
আইনিউজ ভিডিও
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন